৩ বছর পর মনির খান
বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জমা পড়েছে। কিন্তু বর্তমানে সংগীতাঙ্গনে তার পদচারণা ঠিক আগের মতো নেই। ২০১৫ সালে সর্বশেষ তার অ্যালবাম প্রকাশিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন মনির খান।
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে এ সংগীতশিল্পীর একক অ্যালবাম ‘ঘুম নেই দুটি চোখে’। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সব কটি গান লিখেছেন লিটন শিকদার। সংগীতায়োজন করেছেন কলকাতা প্রবাসী বাংলাদেশের মিউজিক কম্পোজার বিনোদন রায়। কলকাতায় নিজস্ব স্টুডিওতে গানগুলো কম্পোজ করেছেন তিনি।
অ্যালবাম প্রসঙ্গে মনির খান বলেন, ‘তিন বছর পর আমার নতুন অ্যালবাম বেরুচ্ছে। গানগুলো লিটন শিকদার ভাই খুব ভালো লিখেছেন। এক বছর ধরে আমরা গানগুলো নিয়ে কাজ করেছি। আশা করি, শ্রোতারা যারা আমার গান ভালোবাসেন, যাদের কারণে আজ আমি মনির খান তারা আমার এ গানগুলো আগের মতো উপভোগ করবেন।’
গীতিকবি লিটন শিকদার বলেন, ‘এ অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার এই অ্যালবামে যিনি গান করেছেন তিনি আমার বন্ধু, আমার শ্রদ্ধাভাজন মনির খান ভাই। একসঙ্গে আমরা অনেক সময় কাটাই। হঠাৎ একদিন মনির ভাই বললেন-লিটন দা আপনি আমাকে কয়েকটা গান দেন আমি আপনার লেখা গান গাইব। আসলে সে দিনই অবাক হয়েছিলাম যে, তিনি আমার কাছে গান চেয়েছেন। শেষ অবধি তিনি আমার লেখা গান গেয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে তার কণ্ঠে আমার লেখা গান শুনে শ্রোতারা অনেক রোমাঞ্চিত হবেন এটা আমি প্রায় নিশ্চিত।’
এ অ্যালবামের গানের শিরোনামগুলো হলো-‘তোমায় নিয়ে আমি কখনো ভাবিনি’, ‘ভালোবেসে যে ক্ষতি করেছো আমায়’, ‘ও বন্ধুরে ও বন্ধু রে ভালোবেসে থাকো কোন দূরে’, ‘ঘুম নেই দুটি চোখে’, ‘দেখা হলো তোমারই সাথে বসন্ত মেলায়’, ‘এই জীবন চলার পথ একদিন হয়ে যাবে শেষ’, ‘হাসনাহেনা ফুল সুবাসে মায়াময় নির্জনতায়’, ‘ও দয়াল ও দয়াল’, ‘তোমার দুচোখে’ এবং ‘তোমার স্বপ্নের বাগানে ফুল হয়ে ফুটেছি’।
ইতোমধ্যে গানগুলো নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। ভিডিওগুলো নির্মাণ করেছেন এম আর মিজান। এসব গানে মনির খানের সঙ্গে মডেল হয়েছেন দেবদ্বীপ, দীপা, রাকা, রিয়েল, মাহা, স্নেহা, জিনাতসহ অনেকে।
রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৮/শান্ত/মারুফ
রাইজিংবিডি.কম