ঢাকা     মঙ্গলবার   ২৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৪ ১৪৩১

মায়ের লেখা গান দিয়ে আঁখির নতুন যাত্রা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৮, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মায়ের লেখা গান দিয়ে আঁখির নতুন যাত্রা

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বর্তমানে সংসার ও গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এবার ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করলেন এই কণ্ঠশিল্পী। মা খোশনূরের লেখা একটি গান কাভার করেছেন আঁখি। গতকাল সোমবার এই গান প্রকাশের মধ্য দিয়ে অফিশিয়াল ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করলেন তিনি।

আঁখি আলমগীর বলেন, ‘২ ‍ডিসেম্বর আমার মায়ের জন্ম দিন। তিনি একজন কবি, গীতিকার ও সংগঠক। ভাবছিলাম, বিশেষ এই দিনে মাকে কি উপহার দেওয়া যায়! তখন ভাবনায় আসে—মায়ের লেখা গান দিয়েই আমার ইউটিউব চ্যানেল শুরু করব। এতে করে দর্শক ও মায়ের জন্য উপহার দেওয়া হয়ে যাবে। তারপরই এই সিদ্ধান্ত নিই।’

‘এমন কিছু কথা আছে’ শিরোনামে গানটির কথা ও সুর ঠিক রেখে এর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন হাবিব।

এ গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘ছোটবেলায় যখন গানটা শুনি, তখনই আমার হৃদয় ছুঁয়ে যায়। এ গানটি গেয়েছেন সবার প্রিয় হাসান আবিদুর রেজা জুয়েল, সুর করেছেন সবার শ্রদ্ধার আইয়ুব বাচ্চু। আর গানটি আমার মায়ের লেখা।’

কাভার গাওয়ার প্রসঙ্গে আঁখি বলেন, ‘অনেক কনসার্টে গানটি গেয়েছি। হঠাৎ করেই মনে হলো এ গানে আমার কণ্ঠও থাকুক। জুয়েল ভাই তো মূল গায়ক। আমিও এর কাভার করি। হয়তো উনার মতো ভালো হয়নি। কিন্তু আমি মন থেকে গাওয়ার চেষ্টা করেছি।’

এখন থেকে নিয়মিত এই চ্যানেলে গান প্রকাশ করবেন আঁখি আলমগীর। ইতোমধ্যে আরো কিছু গান প্রকাশের প্রস্তুতি শুরু করেছেন বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী।

দেখুন:


 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়