ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিচারকের ভূমিকায় মেহজাবিন চৌধুরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিচারকের ভূমিকায় মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘দ্য ডান্স কিং’ নামে নাচের এ প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় আরো থাকবেন—বিজরী বরকতুল্লাহ, নাদিয়া আহমেদ ও ইভান শাহরিয়ার।

মেহজাবিন চৌধুরী বলেন—আমার নাচের গুরু ইভান শাহরিয়ার ভাই। বিভিন্ন জায়গায় আমরা জুটি বেঁধে নাচ করি। তাই এ প্রতিযোগিতার বিচারক হতে সম্মতি দিয়েছি।

লোকনৃত্য, সৃজনশীল, পশ্চিমা ও সমসাময়িক যেকোনো একটি নাচের মানসম্পন্ন ভিডিও পাঠিয়ে ঘরে বসেই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে অংশ নেওয়ার আগে ৫০০ টাকায় নিবন্ধন করতে হবে। আজ (৩ আগস্ট) থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ। সারা দেশ থেকে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা [email protected] ঠিকানায় আবেদন করতে পারবেন।

‘ক’ বিভাগের বয়সসীমা ৪-১০ বছর, ‘খ’ বিভাগে ১১-১৬, ‘গ’ বিভাগে ১৭-৩০ বছর বয়েসি শিল্পীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের পাঠানো নাচের ভিডিওগুলো ঘরে বসে দেখবেন বিচারকরা। প্রয়োজনে চার বিচারক একসঙ্গে বসে এসব ভিডিও দেখবেন।

এই তিন শাখা থেকে সেরা ১২ জন করে মোট ৩৬ জনকে নিয়ে গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি শাখা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা শিল্পী নির্বাচিত হবেন। গালা রাউন্ডের অনুষ্ঠান সরাসরি মঞ্চে অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়