ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় কঙ্গনার মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৭:২১, ৩১ আগস্ট ২০২০
মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় কঙ্গনার মা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করে প্রায় আলোচনায় থাকেন এই অভিনেত্রী। বয়স ত্রিশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি। তাই এই অভিনেত্রীর বিয়ে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তার মা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে কঙ্গনা লিখেছেন, “কাল রাতে মাকে উৎসাহ নিয়ে ফোন নিয়ে জিজ্ঞেস করলাম আমার সাক্ষাৎকার কেমন লাগল। কথা শুনে তিনি কাঁদতে লাগলেন। এরপর বলতে শুরু করলেন, ‘তোমার বিয়ের জন্য উপবাস রাখছি আর তুমি দুনিয়ার সবার কাছে নিজের সঙ্গে ঘটে যাওয়া বাজে কথাগুলো প্রকাশ করছ।”

এই অভিনেত্রী আরো লেখেন, ‘এখন ফোনের পর ফোন আসছে। আমার মনে হয় তার কাঁদা নয় আমাকে কাঁদানোর ইচ্ছা হয়েছে। কী আর করা যাবে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে মাদকের ব্যবহার নিয়ে কথা বলেন কঙ্গনা। এই সময় নিজের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতাও প্রকাশ করেন। তিনি জানান, তার মেন্টর পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে এই অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। নিজেকে তার স্বামী মনে করত। এখানেই শেষ হয়, তাকে দুবাই পাচার করে দেওয়া হতে পারে এমন শঙ্কা করেছিলেন কঙ্গনা।


 

 

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়