ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

চলচ্চিত্র প্রযোজক শরীফ উদ্দিন খান দীপু আর নেই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৩১, ২৩ অক্টোবর ২০২০
চলচ্চিত্র প্রযোজক শরীফ উদ্দিন খান দীপু আর নেই

প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক শরীফ উদ্দিন খান দীপু আর নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরীর আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দুই সপ্তাহ আগে শরীফ উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি উল্লেখ করে শরীফ উদ্দিন খান দীপুর ম্যানেজার বাবু বলেন—দুই দিন আগে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে সমস্যা দেখা দেয়। সর্বশেষ আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই শুক্রবার সকালে মারা যান তিনি।

শরীফ উদ্দিন দীপু চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি তিনি।

শরীফ উদ্দিন দীপু প্রযোজক হলেও তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২২টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—অ্যাকশন জেসমিন, হিরা আমার নাম, দেশ দরদী, কালপুরুষ, আমি গুন্ডা আমি মাস্তান, কোটি টাকার প্রেম প্রভৃতি।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়