ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমানে চেপে কোথায় যাচ্ছেন নিরব-অপু?

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৮, ৫ নভেম্বর ২০২০
বিমানে চেপে কোথায় যাচ্ছেন নিরব-অপু?

বিমানের পাশাপাশি সিটে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মডেল-চিত্রনায়ক নিরব। দুজনকেই বেশ হাস্যজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু বিমানে চেপে কোথায় যাচ্ছেন তারা?

এ প্রশ্নের উত্তর জানতে কথা হয় নিরবের সঙ্গে। এ নায়ক রাইজিংবিডিকে বলেন, কয়েকদিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-এ চুক্তিবদ্ধ হয়েছি। এর শুটিংয়ে অংশ নিতেই চট্টগ্রাম এসেছি। অপু বিশ্বাসের সঙ্গে একক হিরো হিসেবে প্রথমবার কাজ করছি। এর আগে একবার অভিনয় করলেও এবারই একক হিরো হিসেবে কাজ করছি। আশা করছি, কাজের অভিজ্ঞতা বেশ ভালো হবে।  

আরো পড়ুন:

তিনি আরো বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে রাঙ্গুনিয়ায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করছি। একটানা ১৫ দিন শুটিং করব। এরপরে ঢাকার বিভিন্ন লোকেশনে বাকিং অংশের শুটিং করব।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন নায়ক নিরব। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়