ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘অশ্রাব্য সংলাপে ৪ বার টেক দিয়েছেন স্পর্শিয়া’

প্রকাশিত: ১৮:১৮, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৪৭, ২৫ জানুয়ারি ২০২১
‘অশ্রাব্য সংলাপে ৪ বার টেক দিয়েছেন স্পর্শিয়া’

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমা গত ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেয়া হয়। মুক্তির পরপরই অনলাইনে ভাইরাল হয় এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে- ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে অশ্রাব্য ভাষায় ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আর এই দৃশ্য নিয়েই সমালোচনার ঝড় ওঠে। 

নবাব এলএলবি সিনেমায় এমন দৃশ্যর মাধ্যমে পুলিশকে হেয় করার অভিযোগ উঠে। পর্নোগ্রাফি আইনে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। তাদের দুজনকে গ্রেফতার করেন পুলিশ। কিছু দিন জেল খেটে সম্প্রতি কারাগার থেকে বের হয়েছেন। এর পর অনন্য মানুম একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি আক্ষেপ করে বলেন, ‘বিপদে পড়লে কেউ সঙ্গে থাকে না। যে সংলাপ ও দৃশ্য নিয়ে ঝামেলা, সেই দৃশ্যের অভিনেত্রী স্পর্শিয়া সংবাদমাধ্যমে বলেছেন যে, তিনি আগে থেকেই আমাকে সাবধান করেছিলেন। কিন্তু আমি নাকি শুনিনি। এটা সবচেয়ে বড় মিথ্য কথা। স্পর্শিয়াতো আমাকে এ কথা বলেইনি বরং ভালো করার জন্য সেই দৃশ্যে তিনি চারবার টেক দিয়েছেন।’

প্রসঙ্গত, সিনেমাটিতে গণধর্ষণের শিকার তরুণীর চরিত্রে স্পর্শিয়া ও পুলিশের চরিত্রে অভিনয় করেছেন শাহিন মৃধা।আপত্তিকর ওই দৃশ্য নিয়ে স্পর্শিয়া এর আগে সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘যখন ওই দৃশ্য ধারণ করা হয়, তখনই আমি পরিচালককে বলেছিলাম ওভাবে না করতে, পুলিশি ঝামেলা হতে পারে। তা–ই হলো। কারণ, সিকোয়েন্সটির উপস্থাপনা ভালো হয়নি। ওই দৃশ্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তার উপস্থাপনা সুন্দর হয়নি।’

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়