ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজা হেগড়ে কোভিড নেগেটিভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ৫ মে ২০২১  
পূজা হেগড়ে কোভিড নেগেটিভ

করোনামুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।

বুধবার (৫ মে) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেন পূজা। ক্যাপশনে লেখেন, ‘আপনারা যে ভালোবাসা পাঠিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ভালোভাবেই সুস্থ হয়ে উঠেছি। বিরক্তিকর করোনার পশ্চাদ্দেশে লাথি মেরে অবশেষ টেস্টে নেগেটিভ হয়েছি। আপনাদের শুভকামনা ও রোগ থেকে সেরে ওঠার শক্তি ম্যাজিকের মতো কাজ করেছে। চিরদিন কৃতজ্ঞ থাকব। সবাই নিরাপদে থাকুন।’

আরো পড়ুন:

গত ২৫ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর দেন ৩০ বছর বয়সী পূজা। ইনস্টগ্রামে তিনি লেখেন, ‘সবাইকে হ্যালো। সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সকল নিয়ম মেনে চলছি। সবার কাছ থেকে নিজেকে আলাদা রেখেছি এবং কোয়ারেন্টাইনে আছি।’

বর্তমানে পূজার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’এবং রাম চরণের  সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী। এছাড়া খুব শিগগির থালাপতি বিজয়ের সঙ্গে একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়