ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিন্ন লুকে সানি লিওন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৮ আগস্ট ২০২১   আপডেট: ১৩:২৯, ৯ আগস্ট ২০২১
ভিন্ন লুকে সানি লিওন

বলিউড সেনসেশন সানি লিওন। সাধারণত পর্দায় লাস্যময়ী রূপে দেখা যায় তাকে। তবে এবার ভিন্ন লুকে হাজির হচ্ছেন তিনি।

সানির পরবর্তী সিনেমা ‘শেরো’। তামিল ভাষায় নির্মিত এই সিনেমায় তার লুক প্রকাশ হয়েছে। শনিবার (৭ আগস্ট) একটি পোস্টার প্রকাশ করেন নির্মাতারা। এতে রাগান্বিত চেহারায় ক্ষত-বিক্ষত অবস্থায় এই অভিনেত্রীকে দেখা গেছে।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টারটি প্রকাশ করেছেন সানি লিওন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ক্যাপশনে লিখেছেন, ‘টিকে থাকাটায় আমার প্রতিশোধ। আমার তামিল ভাষার ‘শেরো’ সিনেমার ফার্স্ট লুক এটি। আপনাদের সিনেমাটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

সম্প্রতি ‘শেরো’ সিনেমার শুটিং শেষ করেছেন সানি লিওন। এটি রচনা ও পরিচালনা করেছেন শ্রীজিত বিজয়ন। তামিল ভাষার পাশাপাশি হিন্দি, তেলেগু, মালায়ালাম, ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি দেওয়া হবে। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে তা এখনো ঘোষণা দেওয়া হয়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়