ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির জীবনী নিয়ে সিনেমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ২০:৩৩, ১৯ আগস্ট ২০২১
পরীমনির জীবনী নিয়ে সিনেমা

বাসা থেকে মাদকসহ আটক। এরপর মাদক মামলায় গ্রেপ্তার। শুনানি শেষে জামিন না-মঞ্জুর। তৃতীয়বারের মতো রিমান্ড- সব মিলিয়ে এই মুহূর্তে তুমুল আলোচিত এক নাম পরীমনি।

লাস্যময়ী এই চিত্রনায়িকার জীবনের গল্প যেন সিনেমার গল্পকেও হার মানায়। তাছাড়া আলোচিত ঘটনা নিয়ে সিনেমা এর আগে অনেকবারই দেখেছেন দর্শক। পরীমনি চাইলে তার এই ঘটনা এবং জীবনে উঠে আসার গল্প পর্দায় তুলে ধরার ইচ্ছে প্রকাশ করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

আরো পড়ুন:

খসরু বলেন, ‘পরীমনি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। এমনকি নায়িকা হিসেবে সেই সিনেমায় আমি চাই পরীমনি অভিনয় করুক।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। রিমান্ড শুনানির জন্য আজ এই চিত্রনায়িকাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

মুক্ত হয়ে আসার পর পরীমনিকে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেবেন বলে জানান এই চলচ্চিত্র প্রযোজক।  

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়