ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০০ কোটি রুপিতে বিক্রি হলো ‘কেজিএফ-টু’র টিভি স্বত্ব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ আগস্ট ২০২১   আপডেট: ১৮:১৫, ২২ আগস্ট ২০২১
১০০ কোটি রুপিতে বিক্রি হলো ‘কেজিএফ-টু’র টিভি স্বত্ব

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ- চ্যাপটার টু’ বা ‘কেজিএফ-টু’। সিনেমাটির মুক্তির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কেজিএফ-টু’ সিনেমার টিভি স্বত্ব কিনেছে জি গ্রুপ। এজন্য মোটা অঙ্কের অর্থ খরচ করেছে তারা। শুধুমাত্র দক্ষিণ ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষার টিভি স্বত্বের জন্য ১০০ কোটি রুপি দিয়েছে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন:

‘কেজিএফ-টু’ সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

গত বছর অক্টোবরে ‘কেজিএফ-টু’ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর চলতি বছর ১৯ জুলাই এটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনার কারণে তা আবারো পিছিয়ে যায়। নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়