Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৬ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১১ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

আমি প্রস্তুত তোমাদের সঙ্গে খেলায় অংশ নিতে: পরীমনি

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২১
আমি প্রস্তুত তোমাদের সঙ্গে খেলায় অংশ নিতে: পরীমনি

চিত্রনায়িকা পরীমনি আজ (১৫ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে শুনানির জন্য হাজির হয়েছিলেন। এ সময় উপস্থিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি হাত নেড়ে পরী শুভেচ্ছা বিনিময় করেন। তখন তার হাতে মেহেদী রঙে আঁকা মধ্যমা এবং তার নিচে ইংরেজিতে লেখা ‘…মি মোর’ কথাটি সবার নজরে আসে। এরপর থেকেই কৌতূহল ছড়িয়ে পড়ে এই লেখার মাধ্যমে কী বার্তা দিতে চাচ্ছেন পরী?

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটতে আসে, তাদের সবাইকে ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’

এবার আদালত প্রাঙ্গণে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে ঢাকাই ছবির ‘গ্ল্যামার গার্ল’খ্যাত এই নায়িকাকে। পরী বলেন, ‘আদালত এখন আমার ভালোই লাগে। এখন তো সয়ে গেছে। টানা ৫ দিন বিছানায় পড়ে ছিলাম। আজ একটু ভালো লাগছে।’

উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার সময় পরীমনির হাতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। লেখাটি তখন নতুন করে আলোচনার জন্ম দেয়। আজ এই চিত্রনায়িকার হাতের তালুতে একইভাবে আরেকটি লেখা দেখা গেল। 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়