ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করনের পার্টিতে যোগ দিয়ে ৫৫ জন করোনায় আক্রান্ত!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ৫ জুন ২০২২   আপডেট: ১১:৩৯, ৫ জুন ২০২২
করনের পার্টিতে যোগ দিয়ে ৫৫ জন করোনায় আক্রান্ত!

গত ২৫ মে ছিল বলিউডের গুণী নির্মাতা করন জোহরের জন্মদিন। এ উপলক্ষে যশরাজ স্টুডিওতে রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন তিনি। ধুমধাম করে জীবনের গোল্ডেন জুবিলি উদযাপন করেন বলিউডের এই হেভিওয়েট প্রযোজক-পরিচালক।

বলিউড তারকাদের উপস্থিতিতে যশরাজ স্টুডিও মুখরিত হয়েছিল। হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—শাহরুখ খান, গৌরি খান, হৃতিক রোশান, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, মণীশ মালহোত্রা, ফারহা খান, অপূর্ব মেহতা প্রমুখ। কিন্তু এ পার্টিতে যোগ দেওয়ার পর ৫০-৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন! খবর বলিউড হাঙ্গামার।  

আরো পড়ুন:

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এ পার্টি থেকে ফেরার পর করন জোহরের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এ খবর প্রকাশ করেননি তারা। করনের পার্টিতে না গিয়েও কার্তিক আরিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। কারণ যে নায়িকার সঙ্গে কার্তিক সিনেমার প্রচার করেছেন তিনি ওই পার্টিতে ছিলেন।’

তবে কে কে করোনায় আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য পায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়