ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়াভাই জানতে চাইলেন ‘সবাই কেমন আছে’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২০ জুন ২০২২  
মিয়াভাই জানতে চাইলেন ‘সবাই কেমন আছে’

কিংবদন্তী অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। 

দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন ফারুক। কেমন আছেন নন্দিত এই নায়ক? এমন প্রশ্ন চলচ্চিত্রপ্রেমীদের। তার খোঁজখবর জানান চলচ্চিত্র সম্পাদক আবু মুসা দেবু।

দেবু বলেন, ‘আগের চেয়ে অনেকটা ভালো আছেন মিয়াভাই। সেই আগের মতোই দরাজ কণ্ঠে জানতে চাইলেন- সবাই কেমন আছে? গত বুধবার মিয়াভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিন মিনিট কথা বলেছি। পুরো সময় তিনি চলচ্চিত্রের মানুষদের কথাই জানতে চেয়েছেন।’

ফারুকের স্ত্রীর বরাত দিয়ে দেবু জানান, এই চিত্রনায়কের নার্ভে কিছু সমস্যা আছে। ধীরে ধীরে সেগুলো চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে দ্রুতই দেশে ফিরবেন ফারুক। 

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে ১০ মাসের অধিক সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেশের অন্যতম এই অভিনেতা। 

পাঁচ দশকের ক্যারিয়ারে অবদান রাখার জন্য জাতীয়ভাবে তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 
ঢাকা/রাহাত
 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়