ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সংকট কাটিয়ে ১০০ প্রেক্ষাগৃহে ‘ফারাজ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২৩
সংকট কাটিয়ে ১০০ প্রেক্ষাগৃহে ‘ফারাজ’

রাজধানী ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ সিনেমা। এটি নির্মাণ করেছেন হংসল মেহতা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্ট সিনেমাটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দেয়। সব সংকট কাটিয়ে আজ ভারতের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হংসল মেহতা বলেন— ‘‘আমরা চাই দর্শক ধীরে ধীরে সিনেমাটি দেখে আবিষ্কার করুক; তারা প্রেক্ষাগৃহে গিয়ে এ সিনেমা নিয়ে আলোচনা করুক। এটি এমন একটি সিনেমা যা সরাসরি ওটিটিতে মুক্তি পেতে পারতো। কিন্তু আমি বিশ্বাস করি, ‘ট্রিপল আর’, ‘পাঠান’ যেমন দর্শনীর সিনেমা, তেমনি ‘ফারাজ’ সিনেমাও বড় পর্দায় উপভোগ করা উচিত।’’

‘একটি সিনেমার সাফল্যের মাপকাঠি হয়ে উঠেছে বক্স অফিস। এ বিষয়টি আমার মতো অনেক পরিচালকের কাছে বেদনার ব্যাপার। প্রত্যেক সিনেমার কিছু দর্শক আছে। প্রত্যেক সিনেমা প্রতি শুক্র ও শনিবার ব্লকবাস্টার হতে পারে না।’ বলেন হংসল মেহতা।

এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়