ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঠানের জয়রথ, যা বললেন শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৩:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩
পাঠানের জয়রথ, যা বললেন শাহরুখ-সালমান

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার তাণ্ডব চলছে।

‘পাঠান’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর শাহরুখের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি। সিনেমাটি আকাশচুম্বী সাফল্য পাওয়ায় এই দুই সুপারস্টার নিজেদের অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন।

আরো পড়ুন:

এ বিবৃতিতে সালমান খান বলেন, ‘‘শাহরুখ এবং আমি একসঙ্গে বড় পর্দায় আসার জন্য বিশেষ একটি চলচ্চিত্র প্রয়োজন ছিল। আমি খুব আনন্দিত যে, ‘পাঠান’ সেই চলচ্চিত্র। আমরা যখন ‘করন অর্জুন’ সিনেমায় অভিনয় করেছিলাম; তখনো সিনেমাটি ব্লকবাস্টার হয়েছিল, এখন ‘পাঠান’ সিনেমাও ব্লকবাস্টার। আমি বুঝতে পেরেছি, দর্শক পর্দায় আমাদের একসঙ্গে দেখতে ভালোবাসেন। দর্শক ‘পাঠান’ দেখে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, এজন্য আমি খুব খুশি। সিদ্ধার্থ আনন্দ যখন আমাকে সিনেমাটির চিত্রনাট্য বর্ণনা করছিলেন এবং আমাদের পুনরায় একসঙ্গে পর্দায় নিয়ে আসার কথা বলছিলেন তখন আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’’

দীর্ঘ দিন পর একসঙ্গে পর্দায় হাজির হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন শাহরুখ খান। তার মতে— ‘আমাকে বিশ্বাস করুন, সালমান এবং আমি একসঙ্গে সবসময়ই অভিনয় করতে চেয়েছি। কিন্তু আমরা উপযুক্ত একটি সিনেমা বা চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। কারণ আমরা জানি, পর্দায় আমাদের নিয়ে দর্শকের উচ্ছ্বাস অধিক মাত্রায়। আমাদের উচিত দর্শকের প্রত্যাশা পূরণ করা। কারণ তারা আমাদের অনেক ভালোবাসেন। আমরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তারা হতাশ হবেন।’

সালমানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শাহরুখ খান বলেন, ‘আমি জানি, দীর্ঘ অপেক্ষার পর দর্শক আমাদের এভাবে পর্দায় দেখতে পেলেন। আমি আনন্দিত যে, আমরা এমন একটি সিনেমা উপহার দিতে পেরেছি যা দর্শক উপভোগ করছেন। শুটিং সেটে সালমান ভাইয়ের সঙ্গে অনেক মজা করেছি।’

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়