ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কথিত প্রেমিকাকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন নাগা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৪ জুন ২০২৪   আপডেট: ০৮:৩৮, ৪ জুন ২০২৪
কথিত প্রেমিকাকে নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন নাগা

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।  

গত বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। এবার গুঞ্জন উড়ছে, ইউরোপে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা।

গত ৩১ মে ছিল শোবিতা ঢুলিপালার ৩২তম জন্মদিন। বিশেষ দিনটি বিশেষ মানুষের সঙ্গে কাটানোর জন্য ইউরোপ ট্যুরে গিয়েছেন শোবিতা। এ ট্যুরের একটি ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি প্রথম প্রকাশ করে বলিউড শাদি ডটকম। এরপর দ্রুত এটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

এই গ্রুপ ছবিতে দেখা যায়, শোবিতা-নাগা ছাড়াও বেশ কজন বিদেশি রয়েছেন। তারা একসঙ্গে ওয়াইন টেস্ট করছেন।

এবারই প্রথম নয়, এর আগেও লন্ডনে একসঙ্গে ছুটি কাটিয়েছেন নাগা-শোবিতা। গত বছরের মাঝামাঝি সময়ে শোবিতার সঙ্গে তোলা নাগার একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। মূলত, তারপর জোরালো হয় এ জুটির প্রেমের গুঞ্জন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়