ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে কবে মুক্তি পাবে ‘তুফান’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২১ জুন ২০২৪   আপডেট: ১৫:৩৯, ২১ জুন ২০২৪
ভারতে কবে মুক্তি পাবে ‘তুফান’?

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তুফান’। ওপার বাংলার মিমি চক্রবর্তীও এ সিনেমায় অভিনয় করেছেন। ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেশের ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

‘তুফান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। কয়েক দিন আগে টিকিট না পেয়ে প্রেক্ষাগৃহ ভাঙচুর করেছেন দর্শকরা। ‘তুফান’ সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। ওপার বাংলার দর্শকরাও সিনেমাটি দেখার দারুণ আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু ভারতে সিনেমাটি কবে মুক্তি পাবে?

আরো পড়ুন:

একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, আগামী ২৮ জুন ভারতে মুক্তি পেতে পারে ‘তুফান’ সিনেমা। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

শাকিব খান ছাড়া ‘তুফান’ সিনেমায় আরো অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।  

‘তুফান’ প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে কলকাতার এসভিএফ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়