ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

রাফির ‘ব্ল্যাক মানি’

প্রকাশিত: ১৮:৩১, ৪ জুলাই ২০২৪  
রাফির ‘ব্ল্যাক মানি’

চলচ্চিত্র নির্মাতা সাফিউদ্দিন সাফি। ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করেন। দীরঘ ৯ বছর পর একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। তবে এতে কে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, খুব শিগগির এর দৃশ্যধারণের কাজ শুরু হবে।  

জানা গেছে, দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাবে রাফির ‘ব্ল্যাক মানি’। সম্প্রতি বঙ্গর অফিসে পরিচালক রায়হান রাফি ও ‘বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু চুক্তি সাক্ষর করেন।

রায়হান রাফি নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও নির্মাণ করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, “ব্ল্যাক মানি’ নিয়ে বঙ্গর সঙ্গে আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরনের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি সেটি থেকে অনেকটাই ভিন্ন।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়