ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

রাফির ‘ছুটি’, আসছে ‘তুফান টু’, সিক্যুয়েলে কে কে থাকবেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৪ জুলাই ২০২৪   আপডেট: ১৬:২৬, ১৪ জুলাই ২০২৪
রাফির ‘ছুটি’, আসছে ‘তুফান টু’, সিক্যুয়েলে কে কে থাকবেন?

রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা ‘তুফান’। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এই সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী।

মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে ‘তুফান’। নানা কারণে সিনেমাটি নিয়ে চলছে আলোচনা। তবে সবকিছু এক পাশে রেখে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন রায়হান রাফি। আপাতত দেশটির লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন এই তরুণ নির্মাতা। টানা কাজের চাপ ছিল, তাই ছুটি কাটাতেই তার এই সফর। দেশটির বিখ্যাত সব জায়গায় দাঁড়িয়ে তোলা ছবি ফেসবুকেও পোস্ট করছেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যমে রায়হান রাফি বলেন, ‘অনেক পরিশ্রম গিয়েছে। দুই দেশ মিলিয়ে শুটিং; তারপর দুই দেশ মিলিয়ে প্রচার। দর্শকেরাও মুখ ফেরাননি। দুই বাংলা, বিদেশ মিলিয়ে সিনেমাটি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের সিনেমায় মন দিতে পারব না।’

আরো পড়ুন:

‘তুফান’ মুক্তির পর দর্শকরা সিনেমাটির সিক্যুয়েল চেয়েছেন। সে প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, দেশে ফিরে কি ‘তুফান’ সিনেমার সিক্যুয়েলে হাত দেবেন? জবাবে রায়হান রাফি বলেন, “আপাতত তেমনই ভাবনা। সে অনুযায়ী সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরো বড় পরিসরে ফিরবে ‘তুফান’ সিনেমা।”

‘তুফান’ সিনেমায় কলকাতার মিমি চক্রবর্তীর উপস্থিতি দর্শকদের মন কেড়েছে। ‘দুষ্টু কোকিল’ গানে বিশেষভাবে নজর কাড়েন। তবে ‘তুফান টু’ সিনেমায়ও কি থাকবেন মিমি? এ প্রশ্নের জবাবে রায়হান রাফি বলেন, ‘দেখুন, আগের সিনেমায় মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই সিনেমাতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে, দেখা যাক।’

মিমি চক্রবর্তী ছাড়াও কলকাতার প্রথম সারির আরো তারকা ‘তুফান টু’ সিনেমায় থাকতে পারেন বলেও জানান রায়হান রাফি। তবে এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। আপাতত তারই অপেক্ষা!

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়