ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমণির লুকে ‘চমক’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:০২, ১৮ ডিসেম্বর ২০২৪
পরীমণির লুকে ‘চমক’

‘ফেলুবক্সী’ সিনেমায় এ লুকে দেখা যাবে পরীমণিকে

লম্বা বিরতির পর আবারো কাজে নিয়মিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমণি। প্রায় এক দশক ধরে ঢালিউড মাতিয়ে পা রেখেছেন টলিউডে। ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে নতুন বছরে নতুন লুকে দর্শকদের চমকে দেবেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে আসা সিনেমাটির পোস্টারে পরীমণির লুক দেখে এমনটাই ভাবনা নেটিজেনদের।

২০২৫ সালের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। এবার নিজের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করলেন এই অভিনেত্রী। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। পোস্টারে দেখা যায়, পরীমণির পরনে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন তিনি।

আরো পড়ুন:

ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হোন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’

পরীমণিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ভক্তদের মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্ট বক্সে। একজন লিখেছেন, “শুভকামনা রইল। অপেক্ষায় আছি!” আরেকজন লেখেন, “ওয়াও।” অন্য একজন লেখেন, “অনেক সুন্দর লাগছে পরী।”

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়