ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অলকার গানের ভক্ত লাদেন, শিল্পী কী বললেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ মার্চ ২০২৫   আপডেট: ১৭:০৭, ১৮ মার্চ ২০২৫
অলকার গানের ভক্ত লাদেন, শিল্পী কী বললেন?

ওসামা বিন লাদেন, অলকা ইয়াগনিক

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। তার গায়কির প্রেমে পড়েননি এমন শ্রোতা খুঁজে পাওয়া মুশকিল। মজার ব্যাপার হলো— অলকার গানের ভক্ত ছিলেন আল–কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেন।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপনে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করেন যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের সদস্যরা। লাদেনের বাড়ি থেকে জব্ধ কম্পিউটারে ভারতের কয়েকজন জনপ্রিয় গায়িকার গান পাওয়া যায়। এ তালিকায় রয়েছেন— উদিত নারায়ণ, কুমার শানু ও অলকা ইয়াগনিক।

আরো পড়ুন:

তারপরই খবর চাউর হয়, ওসামা বিন লাদেন অলকা ইয়াগনিকের বড় ভক্ত ছিলেন। তার কম্পিউটারে অলকার ১০০টিরও বেশি গানের রেকর্ডিং ছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে বক্তব্য দেন অলকা।

ছয় বছর আগে প্রযোজক অনু রঞ্জনকে সাক্ষাৎকার দেন অলকা ইয়াগনিক। এই আলাপচারিতায় ওসামা বিন লাদেনের ব্যাপারটি নিয়ে কথা বলেন অলকা। পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে।

প্রতিক্রিয়া জানিয়ে অলকা ইয়াগনিক বলেন, “এটা কি আমার দোষ? ওসামা বিন লাদেন যাই করুক না কেন, তার ভেতরে শিল্পী সত্ত্বা থাকতে পারে। আমার গানগুলো হয়তো তার ভালো লেগেছে।”

এ আলাপচারিতায় ভারতীয় সংগীতাঙ্গনের রাজনীতি নিয়েও কথা বলেন অলকা। এ তারকা শিল্পী বলেন, “প্রত্যেকটি কাজের মাঝে রাজনীতি বিদ্যমান। আমার কাছ থেকে অনেক গান কেড়ে নেওয়া হয়েছিল। আমার সমসাময়িক একজন আমার সঙ্গে খুব নোংরা রাজনীতি করেছেন। আমি একটি গানের মহড়া করেছিলাম। পরে জানতে পারি সিনিয়র একজন গানটি গেয়েছেন।”

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়