ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সাপোর্ট’ চাইলেন ‘বরবাদ’ এর প্রযোজক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১০ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৩২, ১০ এপ্রিল ২০২৫
‘সাপোর্ট’ চাইলেন ‘বরবাদ’ এর প্রযোজক

শাহরিন সুমি, শাকিব খান

ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। বক্স অফিসে কাঙ্ক্ষিত সাড়াও মিলেছে। এতে দারুণ খুশি বরবাদের প্রযোজক ‘শাহরিন সুমি’। তবে এ কথাও জানিয়েছেন এখন তিনি সিনেমা প্রযোজনা করছেন, আগামীতে নাও করতে পারেন। বাংলা সিনেমাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে প্রযোজক যাতে প্রোপার প্রফিট তুলতে পারে সেজন্য সিনেমা সংশ্লিষ্ট সবার সাপোর্ট আশা করেছেন তিনি।

একটি ভিডিও সাক্ষাৎকারে শাহরিন সুমি বলেন,‘‘একজন প্রযোজক হিসেবে আমার পার্সেন্টেজ খুব কম। আজকে আমি প্রোডিওসার আছি, কালকে হয়তো আমি অন্য কোনো লাইনে কাজ করতে পারি। সবকিছু মিলিয়ে যদি আমাদের ভালো সিনেমা করতে হয় এবং প্রোডিসারকে ‘হ্যাপি’ রাখতে হবে। অনেকে একটা দুইটা সিনেমা প্রোডিউস করে চলে যায়, কারণ তারা প্রোপার প্রফিটটা পাচ্ছে না। ‘প্রোফিট’তো দূরের কথা, তাদের ‘ইনভেস্টমেন্ট’টাও হয়তো ঠিকমতো উঠাতে পারছেন না। এই দেশে বড় বাজেটের সিনেমা আমি একটু সাহস করেই করেছি একটা ভালো সিনেমা বানানোর জন্য। নট দ্যাট সবাই করবে। কারণ তারাতো দিন শেষে ভাববে ‘আমি টাকাটা উঠাতে পারবো কিনা’। এই হিসাবটা যদি আমরা মেলাতে না পারি তাহলে বাংলা সিনেমাতো পারবে না, ওই উচ্চতায় যাবে না। ’’

আরো পড়ুন:

এই প্রযোজক আরও বলেন, ‘‘আমাদেরকে অবশ্যই বড় বাজেটের সিনেমা বানাতে হলে সবাইকে মিলে ‘মেক শিওর’ করতে হবে, যে প্রোডাকশন কোম্পানি ইনভেস্টমেন্ট করছে, যার লক্ষ্য বাংলা সিনেমাকে সামনে নিয়ে যাওয়া তাকে সাপোর্ট করতে হবে। ’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়