ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

শাকিবের ‘তাণ্ডব’-এ বাজিমাৎ করলেন নিশো-সিয়াম!

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৮ জুন ২০২৫   আপডেট: ১৫:০০, ৮ জুন ২০২৫
শাকিবের ‘তাণ্ডব’-এ বাজিমাৎ করলেন নিশো-সিয়াম!

ছবি: সংগৃহীত

ঈদ আর শাকিব খান—এ যেন এখন এক অটুট সমীকরণ। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব অভিনীত ‘তাণ্ডব’ যেন সেই প্রমাণই দিল আবারও। দেশের প্রায় সব প্রেক্ষাগৃহে চলছে হাউজফুল শো, আর সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে প্রশংসার জোয়ার।

তবে চমক এসেছে অন্যখান থেকেও—ছবির ক্যামিও চরিত্রে হাজির হয়ে রীতিমতো বাজিমাৎ করেছেন ছোটপর্দা ও ওটিটি জনপ্রিয় দুই তারকা, আফরান নিশো ও সিয়াম আহমেদ। দর্শকদের অনেকেই মন্তব্য করছেন—"শাকিব তো ছিলেনই দুর্দান্ত, তবে মেন অব দ্য ম্যাচ নিঃসন্দেহে নিশো ও সিয়াম!"

নিশোর অনবদ্য সংলাপ, সিয়ামের ভিন্নধর্মী লুক—সব মিলিয়ে পর্দায় তাদের ক্ষণিক উপস্থিতিও যেন রীতিমতো আলোড়ন তুলেছে।

আরো পড়ুন:

ছবিটি মুক্তির পরই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবজুড়ে ছড়িয়ে পড়েছে দর্শকের উচ্ছ্বাস। এই অভাবনীয় প্রতিক্রিয়ায় নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিল, এবং অভিনয়শিল্পী জয়া আহসান ও সাবিলা নূর ছুটে গেছেন বিভিন্ন সিনেমা হলে—দর্শকের ভালোবাসা চোখে দেখার আশায়।

পরিচালক রায়হান রাফী জানান, “সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স—দুটো জায়গাতেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে। এমনকি সিনেপ্লেক্সেও দর্শকের ভিড় দেখে মনে হচ্ছে, এটা যেন একক পর্দার হল!”

‘তাণ্ডব’–এর আগাম টিকিট ঈদের প্রথম তিন দিনের জন্য প্রায় শেষ। শুরুর দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো অনুষ্ঠিত হয়েছে, যা দ্বিতীয় দিন থেকে বাড়িয়ে ৩৫-এ উন্নীত করা হচ্ছে।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলছেন, “১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতেই মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। প্রথম দিনের প্রতিক্রিয়ায় আমরা অভিভূত। আশাকরি এটি সিনেপ্লেক্স ইতিহাসে সর্বোচ্চ শো-এর সিনেমা হবে।”

শাকিব, নিশো, সিয়াম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈমসহ আরও অনেকে। নির্মাণে রয়েছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় চরকি এবং সহযোগিতায় দীপ্ত।

ঢাকা/রাহাত/লিপি


সর্বশেষ

পাঠকপ্রিয়