প্রকাশ্যে ‘তাণ্ডব’ এর রোমান্টিক গান, শাকিব-সাবিলার রোমান্স জমে ক্ষীর
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

শাকিব খান, সাবিলা নূর
চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’ এর রোমান্টিক ‘আমি তোমার মনের ভীষণ কাছে/তবু কেন দেখেও দেখো না’। প্রকাশের পরেই দর্শক হুমড়ি খেয়ে গানটি উপভোগ করছেন। সাবিলা নূর আর শাকিব খানের রোমান্স জমে ক্ষীর।
সাবিলা নূর একটা ইন্টার্ভিউয়ে বলেছিলেন, ‘‘আমি খুব লাকি কারণ শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় একটি ড্যান্স ট্র্যাক পেয়েছি আবার রোমান্টিক গানও পেয়েছি।’’
এরই মধ্যে যারা সিনেমাটি দেখে নিয়েছেন তারা আগেই দেখেছেন এই গানে দুইজনের ন্যাচারাল অভিনয়। ‘তোমাকে ভালোবেসে যেতে চাই’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় শিল্পী অরিন্দম এবং শীর্ষা। গানটিতে দেশের মনোরোম প্রাকৃতিক সৌন্দর্য শোভা বাড়িয়েছে।
সাবিলা নূরকে এই গানে মালায়ালম সিনেমার নায়িকাদের মতোই স্বাভাবিক, স্নিগ্ধ এবং আত্মবিশ্বাসী লাগছে বলে মন্তব্য করছেন কেউ কেউ। আর তারা বলছেন, শাকিব খানের সঙ্গে সাবিলার জুটিটাও দারুণ হয়েছে।
তাণ্ডব সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। দেশের ১৩২টি সিনেমাহলে চলছে সিনেমাটি।
ঢাকা/লিপি