সিরাজগঞ্জে শাকিবের ‘তাণ্ডব’ নেই আশানুরূপ দর্শক
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে ‘তাণ্ডব’ সিনেমা
ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন ভাড়া নিয়ে সিনেমাটির প্রদর্শন করা হচ্ছে। সিরাজগঞ্জ শহরে কোনো সিনেমা হল না থাকায় এই বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহে দর্শক নেই বললেই চলে!
শুক্রবার (১৩ জুন) বিকেলে খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনে প্রদর্শনী চলছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার। প্রতিদিন সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় শো চালানো হচ্ছে। কিন্তু আশানুরূপ দর্শক নেই!
টিকিট কাউন্টারে দ্বায়িত্বে থাকা আব্দুল মতিন জানান, মাত্র ১০০ টাকা টিকিটের মূল্য থাকলেও দর্শক আসছে না সিনেমা দেখতে। কারণ কী জানতে চাইলে তিনি বলেন, “অতিরিক্ত গরমের জন্য মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন না। হয়তো এ কারণে দর্শক কম। প্রতি শোয়ে ৪০০ শ আসন থাকলেও গড়ে ৩০-৩৫ জন দর্শক সিনেমাটি দেখছেন। প্রথম দিন সাড়ে ৩টায় ২৫-৩০ জন দর্শক হয়েছিল। এভাবে চললে মিলনায়তনের ভাড়াও উঠবে না।”
সয়াধানগড়া মহল্লার কাপড় ব্যবসায়ী সেরাজুল ইসলাম বলেন, “এক সময় শহরে ৫টি সিনেমা হল ছিল। বর্তমানে শহরে কোনো হল নেই। এ কারণে সিনেমাও দেখা হয় না। বুধবার রাতে ‘তাণ্ডব’ দেখতে গিয়েছিলাম। সিনেমাটি অনেক ভালো লেগেছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে শো শেষ হওয়ার আগেই বের হয়ে এসেছি। আমার সঙ্গে আরো দুইজন বের হয়েছে।”
আয়োজক সাইফুল ইসলাম বলেন, “আমি সিরাজগঞ্জ শহরের সন্তান। বাংলা সিনেমার ঐতিহ্য ধরে রাখতে মিলনায়তন ভাড়া নিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ প্রদর্শনীর ব্যবস্থা করেছি। কিন্তু প্রচন্ড গরমের কারণে সিনেমাপ্রেমীদের তেমন সাড়া পাচ্ছি না। প্রতি শোতে ১০, ১৫, সর্বোচ্চ ১৮ জন দর্শক হচ্ছে। আশানুরূপ দর্শক না পাওয়ায় প্রদর্শনী বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।”
‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে প্রথমবার রুপালি পর্দায় পা রাখলেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়ে প্রমুখ।
ঢাকা/আদিত্য/শান্ত