ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুচিত্রা সেন ও শাবানার বায়োপিকে কাজ করতে চান বুবলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৪ জুন ২০২৫   আপডেট: ০৯:৫৮, ১৪ জুন ২০২৫
সুচিত্রা সেন ও শাবানার বায়োপিকে কাজ করতে চান বুবলী

সুচিত্রা সেন, সাবানা, বুবলী

ব্যক্তিজীবনে টানাপোড়েন, আলোচনা, সমালোচনা থাকলেও চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ারের গ্রাফ কিন্তু ঊর্দ্ধমুখী।শোবিজে দশ বছর হলো প্রবেশ করেছেন। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সবচেয়ে বড় কথা- তিনি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন।

চ্যালেঞ্জিং চরিত্র রূপায়নেও দারুণ আগ্রহী এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহানায়িকা সুচিত্রা সেন এবং নন্দিত নায়িকা শাবানার বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

আরো পড়ুন:

বুবলী বলেন, ‘‘বলতে গেলে স্পেসিফিক কারও বায়োাপিকে অভিনয় করার ইচ্ছা নেই। কিন্তু শিল্পীদের নিজেদের এক্সপ্লোর করার কোনো সীমারেখা নেই। স্পেশালি যদি আমি আমার কথা বলি তাহলে বলবো যে, যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রই আমার খুব টানে। সেটা দেশ-বিদেশের যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রের বায়োপিক হতে পারে আবার ভালো গল্পও হতে পারে। আমি আসলে বার বার নিজেকে প্রমাণ করতে চাই। কাজটা এনজয় করে করতে চাই। আমাদের লেজেন্ডারি অনেক আর্টিস্ট আছেন। সুচিত্রা সেন ম্যাডাম বা শাবানা ম্যাডাম এর বায়োপিক হলে অবশ্যই কাজ করতে চাই।’’

সম্প্রতি সজলের সঙ্গে জুটি বেঁধেছেন বুবলী। তাদের অভিনীত সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। সজল ও বুবলী অভিনীত এই সিনেমাতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

উল্লেখ্য, ঈদুল আজহায় বুবলী অভিনীত দুইটি সিনেমা  ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ মুক্তির গুঞ্জন ছিল। দর্শকদের মধ্যে আগ্রহও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সিনেমা দুইটি মুক্তি পায়নি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়