কার অপেক্ষায় মাহি?

এই ছবি ফেসবুকে পোস্ট করে স্ট্যাটাস দেন মাহি (ডানে)
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ১১ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন। এখনো সেখানেই অবস্থান করছেন। দূর পরবাস থেকে মাহি জানালেন, কারো অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (৪ জুলাই) মাহি তার ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, ওয়েস্টার্ন ড্রেসে একটি দুলনায় বসে আছেন তিনি। এসব ছবির ক্যাপশনে আত্মবিশ্বাসী মাহি লেখেন, “আমার বিশ্বাস, তোমার সাথে কোনো এক শুক্রবারে আসর থেকে মাগরিবের মধ্যে আমার দেখা হবে।”
মাহিকে এমন লুকে দেখে তার ভক্ত-অনুরাগীদের কেউ কেউ প্রশংসা করছেন। তবে মাহি কার ফেরার প্রতীক্ষায় অপেক্ষমান তা অবশ্য জানাননি এই অভিনেত্রী। ফলে রহস্য রয়েই গেছে।
গত ১৯ জুন হঠাৎ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহি। পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মাহিয়া মাহি বলেছিলেন, “ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।” দেশ ছেড়ে চলে গেলেন কি না? এ প্রশ্নের জবাবে মাহি বলেন, “আমার বাচ্চা দেশে আছে। নিউ ইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।”
‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন মাহিয়া মাহি। খুব অল্প সময়ের মধ্যে নিজের জায়গা করে নেন। অভিনেত্রী পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। শেষমেশ নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামে গাজীপুরের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। এ সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভেঙে যায় সেই সংসারও।
অনেক দিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত মাহি। তাকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়। তাতে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত