ড্রেকের কনসার্টে র্যাপার হাসান আলীকে ছুরিকাঘাত
কানাডিয়ান র্যাপার হাসান আলীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। যুক্তরাজ্যের উত্তর লন্ডনে র্যাপার ড্রেকের কনসার্টের ভেন্যুতে এ ঘটনা ঘটে। হাসান আলী ‘টপ৫’ নামে সংগীত পরিবেশন করে থাকেন। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, র্যাপার ড্রেক ওয়্যারলেস মঞ্চে পারফর্ম করছিলেন। বন্ধু ড্রেককে সঙ্গ দিতেই এই অনুষ্ঠানস্থলে গিয়েছিলেন হাসান আলী। সেখানে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন তিনি। ড্রেক পারফর্ম শুরুর কয়েক মিনিট পরই হাসান আলীকে ছুরিকাঘাত করা হয়।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ফিন্সবারি পার্কের কাছে স্প্রিংপার্ক ড্রাইভে ছুরিকাঘাতের ঘটনার খবর পায় মেট্রোপলিটন পুলিশ।
এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেন, “ভিকটিমের বয়স ২০ বছর, তার পায়ে ছুরিকাঘাত করার আগে তার গাড়ি ভাঙচুর করা হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার আঘাত গুরুতর নয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি।”
ঢাকা/শান্ত