আমি এখনো তোতলা: তৃণা
তৃণা সাহা
ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। ২০১৬ সালে ‘খোকা বাবু’-এর মাধ্যমে টিভি সিরিয়ালে অভিনয়ের যাত্রা শুরু হয়। এ সিরিয়ালে ‘তরী’ চরিত্রে অভিনয় করেন তিনি।
তারপর ‘কলের বউ’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’-এর মতো ধারাবাহিক নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী। মূলত, টিভি ধারাবাহিকে কাজ করেই দর্শকদের নজর কাড়েন তৃণা। কিন্তু জানেন কি রূপের দ্যুতি ছড়ানো এই অভিনেত্রী তোতলা! আর এ কথা তৃণা নিজেই স্বীকার করলেন।
তৃণা সাহা
ভারতীয় একটি গণমাধ্যমে তৃণা সাহা বলেন, “আমি সত্যি তোতলা, আমি তোতলা ছিলাম। এখনো তুতলে যাই। তবে আমি এখন শিখে গিয়েছি কীভাবে ওটাকে অভিনয়ে পরিবর্তন করতে হয়। আমি সত্যিই তোতলা ছিলাম।”
উদাহরণ টেনে তৃণা সাহা বলেন, “আমাকে যখন খোকাবাবু অফার করা হলো আর তরীর চরিত্রটা ছিল খুব জলদি জলদি কথা বলে, ঝগড়া-চেচামেচি করছে, খুব লাউড একটা ক্যারেক্টার। ওখানে দাঁড়িয়ে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম কী করে পারব। প্রচুর এনজি দিয়েছিলাম।”
বাংলা ভাষায় খুব একটা দখল নেই তৃণার। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমার বাংলা খুব খারাপ। এখনো খুব ভালো হয়নি। কিন্তু এই ক্রেডিটটা একমাত্র স্নেহাশিস চক্রবর্তীকে (পরিচালক) দিতেই হবে, মানুষটা আমাকে অনেক কিছু শিখিয়েছেন।”
আপাতত ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তৃণা সাহাকে। এতে তার চরিত্রের নাম তটিনী। তার বিপরীতে রয়েছে ইন্দ্রজিৎ বোস। বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে বেঙ্গল টপার এই মেগা ধারাবাহিক।
তৃণা সাহা
টিভি নাটকে অভিনয়ের আগে চলচ্চিত্রে নাম লেখান তৃণা। ২০১৫ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘প্রেম করেছি বেশ করেছি’। জিৎ অভিনীত এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় তৃণাকে। পরবর্তীতে ‘পাসওয়ার্ড’, ‘ডিটেকটিভ’, ‘শ্রীমতি’-সহ বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত