ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে আমরা যদি একটু থামতাম, একটু ভাবতাম’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ১৪:০৫, ২৪ জুলাই ২০২৫
‘ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে আমরা যদি একটু থামতাম, একটু ভাবতাম’

নুসরাত ফারিয়া

গ্রেপ্তার-কারাভোগ এবং মুক্তি—সবকিছু মিলিয়েই গত কয়েক মাস ধরে আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ব্যক্তিগত নানা মুহূর্ত, নানা অনুভূতি ছাড়াও সমকালীন বিষয়ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। 

বুধবার (২৪ জুলাই) নুসরাত ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে গভীর উপলদ্ধি ফুটে উঠেছে। নুসরাত ফারিয়া বলেন, “ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না—এগুলো বাস্তব, নিঃশব্দ। কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।” 

আরো পড়ুন:

নুসরাত ফারিয়া


বর্তমান সময়ে একজন মানুষ অন্যজনের ব্যাপারে ‘বিচারপ্রবণ’ হয়ে উঠেছে। তা স্মরণ করে নুসরাত ফারিয়া বলেন, “আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে—তখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।” 

অনলাইন ট্রায়ালের প্রসঙ্গ টেনে নুসরাত ফারিয়া বলেন, “এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা—এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।” 

হঠাৎ নুসরাত ফারিয়া এমন স্ট্যাটাস কেন দিলেন, তা অবশ্য জানা যায়নি। তবে নেটিজেনরা তার বক্তব্যর সঙ্গে সহমত পোষণ করে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। নেটিজেনদের একটি অংশের দাবি—উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার পর মানুষের আচরণ থেকে এমন অনুভূতি ব্যক্ত করেছেন নুসরাত ফারিয়া। 

এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজে আলোচিত-সমালোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। সময়ের পরিক্রমায় এ অভিনেত্রী দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে উঠেন। নুসরাতের এই রূপান্তর মসৃণ বা সহজ ছিল না; বরং তার পথচলায় ছিল চড়াই-উতরাই, প্রশংসা আর সমালোচনার পাশাপাশি আত্মপ্রতিষ্ঠার এক কঠিন সংগ্রাম।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়