ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনশেষে আমাকে মরতে হবে: আফরান নিশো

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৩০ আগস্ট ২০২৫   আপডেট: ১১:২৫, ৩০ আগস্ট ২০২৫
দিনশেষে আমাকে মরতে হবে: আফরান নিশো

আফরান নিশো

‘‘আমার ইচ্ছে হলেই পাবলিক বাসে উঠি, টং দোকানে চা খাই, ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের ওপর হাঁটি। আমার ইচছা হলে খাল বিলে গোসল করি। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি।  বিশ্বাস করি, দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাই, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান (ভক্ত) তাদের কাছাকাছি পৌঁছাবো।’’—সম্প্রতি একটি সাক্ষাৎকার নিজের সম্পর্কে এসব তথ্য জানান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আফরান নিশো। 

দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করার পরে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরানের। তার  অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।  নিশোর একটি ফ্যানবেজও তৈরি হয়েছে। বর্তমানে এই নায়ক ওয়েব সিরিজেও কাজ করছেন। 

আরো পড়ুন:

আফরান নিশো বলেন,  ‘‘যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।’’

উল্লেখ্য,  ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত ‘আঁকা’ ওয়েব সিরিজ। এতে নিশোর বিপরীতে দেখা যাবে নাবিলাকে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়