ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের গুঞ্জনের মধ্যেই কার বিয়েতে হাজির হচ্ছেন জায়েদ-মাহি?

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রেমের গুঞ্জনের মধ্যেই কার বিয়েতে হাজির হচ্ছেন জায়েদ-মাহি?

জায়েদ খান, মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত জুটি নায়ক জায়েদ খান আর নায়িকা মাহিয়া মাহি। তাদের প্রেমের গুঞ্জন যেন পুরোনো আখরোটের মতো—সময় যত যায়, ততই শক্ত হয়! একসঙ্গে দেখা গেলেই শুরু হয় ফিসফাস। প্রশ্ন উঠেছে—“আবার কী জমে উঠছে সেই প্রেম?” 

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ-মাহি। বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবিই যখন আলোচনা তৈরি করেছে, তখন শোনা গেল নতুন খবর—তারা নাকি হাজির হচ্ছেন এক ওয়েডিং সেলিব্রেশনে! আগামী ২৫ অক্টোবর মিশিগানে এই অনুষ্ঠানে পাশাপাশি দেখা যাবে তাদের। 

আরো পড়ুন:

এর আগেও নানা প্রোগ্রামে একসঙ্গে হাজির হয়ে দর্শক-ভক্তদের কল্পনায় আগুন ধরিয়েছিলেন। হাসি-ঠাট্টা, আড্ডা আর উপস্থিতি মিলিয়ে তখন গুঞ্জন ছিল ‘টক অব দ্য টাউন’। তবে হঠাৎ করেই যেন সেই গুঞ্জনে ভাটা পড়ে। কিন্তু প্রেমের গল্প কি একেবারেই থেমে যায়? না!  

কিছুদিন আগে আবারো একসঙ্গে দেখা যায় মাহি-জায়েদকে। আমেরিকার এক ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে দুজনের হাসিমুখের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন ফিসফিসানি—“তাহলে কি পুরোনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?” 

অবশ্য, জায়েদ খান বলছেন, সবই নাকি ‘ভুয়া’ খবর! অন্যদিকে, ডিভোর্সের পর মাহি এখন আমেরিকাতেই থাকছেন। আর জায়েদ খানও বহুদিন ধরে সেখানে। 

প্রশ্ন একটাই—আসলেই কি শুধুই কাকতালীয়? না কি মিশিগানের সেই ওয়েডিং সেলিব্রেশন হতে যাচ্ছে এক নতুন গল্পের শুরু? 

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়