ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাদের ডিভোর্স হয়নি: মাহি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৩১, ১৬ অক্টোবর ২০২৫
আমাদের ডিভোর্স হয়নি: মাহি

স্বামী রকিবের সঙ্গে মাহি

দেড় বছর আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এরপর সোশ্যাল মিডিয়ায় দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি।  

কয়েক দিন আগে রকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাহি। ছবিটি প্রকাশের পর থেকে নেটিজেনদের একটাই প্রশ্ন—তাহলে কি সম্পর্কের বরফ গলেছে, নতুন করে কি একত্রিত হয়েছেন মাহি ও রকিব?  

আরো পড়ুন:

এই প্রশ্নের উত্তর জানতে মাহির সঙ্গে কথা বলেছেন রাইজিংবিডির এই প্রতিবেদক। এ আলাপচারিতায় মাহিয়া মাহি বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।”  

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে। তখন তিনি বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।” 

এ ছবি পোস্ট করে সবাইকে চমকে দেন মাহি


তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, “আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি; নিয়মিত যোগাযোগ হচ্ছে।” 

মাহি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর রকিব সরকারের অবস্থান সম্পর্কে জানা যায়নি। তবে অনেকে জানতে চেয়েছেন—একসঙ্গে ফ্রেমবন্দি হলেন কীভাবে? 

বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।” 

মাহিয়া মাহি


বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রকিব সরকারের সঙ্গে তোলা ছবি নিয়মিত শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি লিখেন, “মাশা আল্লাহ।” এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রকিব সরকারও।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়