ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের আসরে দেখা দিলেন নিপুণ

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৫:০৬, ২৫ অক্টোবর ২০২৫
বিয়ের আসরে দেখা দিলেন নিপুণ

নিপুণ আক্তার

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নিপুণ আক্তার। অভিনয়ের চেয়ে শিল্পী সমিতির রাজনীতিতে অংশগ্রহণ করেই বেশি আলোচনায় এসেছেন তিনি। নির্বাচনী সময় থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত নানা বিতর্ক, আদালতের মামলা, এমনকি বহিষ্কারাদেশ পর্যন্ত—সবকিছু মিলিয়ে নামটি প্রায়ই শিরোনামে থেকেছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিপুণ অনেকটাই অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় আসেন, এরপর আবার নীরব হয়ে যান এই অভিনেত্রী। অবশেষে দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল তাকে।

আরো পড়ুন:

সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্ট ভিডিওতে দেখা যায় নিপুণকে—যেখানে তিনি চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই আবার আলোচনায় উঠে আসে নিপুণের নাম।

নিপুণের বিরুদ্ধে অভিযোগ ছিল—চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও আদালতের আশ্রয় নিয়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে দেননি। এমনকি আদালতের স্থিতিবস্থা অমান্য করে নিজেই চেয়ার দখল করে ছিলেন তিনি। এই সব অভিযোগের প্রেক্ষিতেই চলতি বছরের শুরুতে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

এ বছরের প্রথম দিকে আরেক আলোচনায় আসেন তিনি। জানা যায়, নিপুণ ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তির মুখে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়, ফলে তার বিদেশ যাত্রা আর সম্ভব হয়নি।

দীর্ঘ নীরবতার পর আবার আলোচনায় এলেন এই নায়িকা। জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন নিপুণ। সেখানে অতিথিদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় তাকে—আর সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। এই উপস্থিতি যেন জানিয়ে দিল—অন্তরাল ভেঙে আবারও আলোচনায় ফিরছেন নিপুণ আক্তার।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়