অমিতাভ রেজার বিয়ে
অমিতাভ রেজা চৌধুরী
বিয়ে করতে যাচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। কনের নাম মুশফিকা মাসুদ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন এই জুটি।
মুশফিকা মাসুদ গণমাধ্যমকে বলেন, “অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবি। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। অমিতাভের হবু স্ত্রী মুশফিকা পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। এর আগে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, “কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা। কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারো সাথে জীবন কাটাব। আহারে জীবন…।”
ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে মুশফিকা লেখেন, আমি এই জীবদ্দশায় কখনো কোনো পুরুষের (মানুষের) হাসিতে এমনভাবে নেশাগ্রস্ত হইনি
এর আগে মুশফিকা তার ফেসবুক পোস্টে অমিতাভকে নিয়ে লিখেন, “আমার আত্মার গভীরে একটাই মানুষ বিরাজমান... আর সে হলো তুমি জান।” অন্য একটি পোস্টে মুশফিকা লিখেন, “একসঙ্গে আমরা বিস্ময়করভাবে শক্তিশালী।” এ পোস্টে অমিতাভ রেজা চৌধুরী লিখেন, “তুমি আমার সৌন্দর্য, তুমি আমার জীবন… আমার চার্লি চ্যাপলিন।” পাল্টা মন্তব্যে মুশফিকা লিখেন, “এবং তুমি আমার ওং কার-ওয়াই।”
জানা যায়, যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন মুশফিকা। এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেন। তার নির্মিত ‘দ্য অ্যানিভার্সারি’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।
অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর এটি তৃতীয় বিয়ে। ২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী নওরিন হাসান জেনিকে। চার বছর পর ভেঙে যায় এই সংসার। ২০১৪ সালে তার দীর্ঘদিনের বন্ধু-সহকর্মী, অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার বোন মিম রশীদকে বিয়ে করেন। ২০১৬ সালে এ সংসারেরও ইতি টানেন অমিতাভ রেজা।
ঢাকা/শান্ত