সাতক্ষীরার মেয়ে স্নেহার টিভিতে পদার্পণ
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রুম্মান শারমীন স্নেহা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা এলাকার মেয়ে রুম্মান শারমীন স্নেহা টিভি মিডিয়াতে পদার্পণ করেছেন ছায়া নাটকের মাধ্যমে। সাতক্ষীরার কৃতী সন্তান, টিভি নাট্য পরিচালক জি এম সৈকতের মাধ্যমে স্নেহা বর্তমানে নাটকের শুটিংয়ের পাশাপাশি একটি টেলিফিল্মের গান রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন।
রুম্মান শারমীন স্নেহা রাইজিংবিডিকে বলেন, ‘সৈকত ভাইয়ার মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ভাইয়ার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি একজন ভালো শিল্পী হতে পারি।’
রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ অক্টোবর ২০১৪/এম.শাহীন গোলদার/ফিরোজ/এএ
রাইজিংবিডি.কম