ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মোহাম্মদপুরে আওয়ার শেরপুর ডটকমের কাস্টমার মিটআপ

মিফতাউল জান্নাতি সিনথিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:৪৪, ৬ ডিসেম্বর ২০২০
মোহাম্মদপুরে আওয়ার শেরপুর ডটকমের কাস্টমার মিটআপ

ক্রেতা বিক্রেতা ও উদ্যোক্তারদের নিয়ে আওয়ার শেরপুর ডটকম আয়োজন করেছিল ‘কাস্টমার মিট অ্যান্ড গ্রিট ইন মোহাম্মাদপুর’ মিটআপ।

শুক্রবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি হয়।

এতে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ইক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজীব আহমেদ এবং রাইজিংবিডি ডটকমের উদ্যোক্তা ও ক্যাম্পাস সম্পাদক হাকিম মাহি।

উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে রাজিব আহমেদ বলেন, ‘আমি আশা করি উদ্যোক্তারা একে-অন্যের সঙ্গে পরিচিত হবেন। এতে এক সময় তারা ৪-৫ জন মিলে দেশি পণ্যের ইভেন্ট বড় আকারে করতে পারবেন অনেক কাস্টমারদের নিয়ে। আরেকটি পরিচয়ের মাধ্যম হলো একে-অন্যের পোস্টে নিয়মিত লাইক কমেন্ট করা।’ 

মিটআপের আয়োজক ও আওয়ার শেরপুর ডটকমের স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, ‘কাস্টমার মিট অ্যান্ড গ্রিট’ প্রোগ্রাম কাস্টমারের চাহিদা ও মতামত জানার চমৎকার সুযোগ করে দেয়। ফলে তাদের সঙ্গে সুসম্পর্ক ও নতুন সুযোগ প্রতিষ্ঠা হয়। যা দীর্ঘ মেয়াদী সাফল্যের ভিত তৈরি করে।’

উদ্যোক্তা মাহবুবা নূর (ফাইন্ডার ও ডিজাইনার ক্রাফটিক ) বলেন, ‘দেশি পণ্যের প্রচার-প্রসারে, ক্রেতাদের সঙ্গে কাস্টমার মিটআপের জন্য সুন্দর ও বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা সম্ভব। এই আইডিয়াটি অভিনব। প্রথমেই রাজিব আহমেদ স্যারকে ধন্যবাদ এত দারুণ আইডিয়া দেওয়ার জন্য।’  

আওয়ার শেরপুরের কাস্টমার মিটআপটি ছিল সাজানো গোছানো। ক্রেতাদের ফিডব্যাক নেওয়া, স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করার সুযোগ ছিল। কাস্টমার মিট আপের মূল লক্ষ্য ক্রেতা-বিক্রেতার মধ্যে পরিচিতি তৈরি করা ও সেটি বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে এই মিটআপের মাধ্যমে। যা দেশিপণ্যের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে। ’

এছাড়াও অঞ্চলভিত্তিক বিভিন্ন পণ্য যেমন- শেরপুরের বিখ্যাত মন্ডা ও তুলশীমালা চাল, টাঙ্গাইলের খেশ শাড়ি ও শাল, পাটালিগুড়, মাদুর ইত্যাদি পণ্য নিয়ে সাজানো হয়েছিল মিটআপের অন্য উদ্যোক্তাদের ছোট ছোট দোকান। এমন মিটআপে আসতে পেরে ক্রেতা ও বিক্রেতা উভয়েই বেচাকেনা করে খুশি। 

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়