ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উই’র কালারফুল ফেস্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২১  
উই’র কালারফুল ফেস্ট উদ্বোধন

নারী উদ্যোক্তানির্ভর সংগঠন উই (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) আয়োজিত ‘কালারফুল ফেস্ট ২০২১’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্লাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ফেস্ট উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বিশেষ অতিথি ছিলেন উই’র উপদেষ্টা কবির সাকিব, সিল্কক গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু, ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার।

অনুষ্ঠানে এ কে আব্দুল মোমেন বলেন, ‘উই কালারফুল ফেস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। উদ্যোক্তাদের জন্য নাসিমা আক্তার নিশার মতো এরকম নারী থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আমাদের স্বপ্ন পূরণ হবে।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজ উইর সঙ্গে যে ১০ লাখ উদ্যোক্তা, তারা সবাই সোনার মানুষ। কারণ, তারা স্বাবলম্বী। এটা সম্ভব হয়েছে, ২০০৮ সালে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণার মধ্য দিয়ে। উদ্যোক্তারা এগোলেই দেশ এগোবে।’

সিনথিয়া/মাহি/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়