ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামানত ছাড়াই মাইগ্রেশন ঋণ দিচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৬ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামানত ছাড়াই মাইগ্রেশন ঋণ দিচ্ছে এনআরবি গ্লোবাল ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক : জামানত ছাড়াই বিদেশ যেতে মাইগ্রেশন ঋন দিচ্ছে চতুর্থ প্রজন্মের এনআরবি গ্লোবাল ব্যাংক লিমটেড। বিদেশের কাজের অনুমতিপত্র দেখিয়ে এই ঋণ পাবেন প্রবাসে যেতে ইচ্ছুক গ্রহকরা।

 

দেশে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে আয়োজিত ব্যাংকিং মেলায় এনবিআর গ্লোবাল ব্যাংক লিমিটেডের স্টলে ঘুরে এসব তথ্য জানা গেছে।

 

ব্যাংকটির অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএমই ব্যাংকিং) সামসুন নাহার রাইজিংবিডিকে জানান, এনআরবি গ্লোবাল ব্যাংক প্রবাসীদের জন্য পাঁচটি বিশেষ ঋণ সুবিধা প্রদান করছে। এর মধ্যে রয়েছে এনআরবি মাইগ্রেশন লোন, হেলথ সাপোর্ট লোন, স্টুডেন্ট এডুকেশন লোন স্কিম এবং সহায়তা ও উৎসাহ। এসব ঋণ সুবিধা পেতে কোনো ধরনের জামানত লাগবে না।

 

মাইগ্রেশন ঋণ সম্পর্কে তিনি বলেন, বিদেশ যেতে ইচ্ছুক গ্রাহকদের আমরা স্বল্প সুদে তিন বছর মেয়াদী  সর্বোচ্চ তিন লাখ টাকা ঋণ সুবিধা দিচ্ছি। ১৮ থেকে ৫৫ বছর বয়সী গ্রাহকরা এই সুবিধা পাবেন। এ জন্য গ্রাহকদের কোনো ধরনের জামানত লাগবে না।

 

একই সঙ্গে প্রবাসীদের সন্তানের লেখাপড়ার খরচ জোগান দেওয়ার জন্যও জামানতবিহীন দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধা দিচ্ছে ব্যাংকটি। একজন প্রবাসী সন্তানের জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়। এ ছাড়া হেলথ সাপোর্ট লোন দিয়ে থাকে এনআরবি গ্লোবাল ব্যাংক। দীর্ঘ দিন বিদেশে থেকে যারা দেশে আসেন তাদেরকে এই সেবার আওতায় ৫ থেকে ৭ বছর মেয়াদী এক থেকে তিন লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হচ্ছে।

 

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সর্বনিম্ন ১০ থেকে ১৮ শতাংশ সুদে চারটি পণ্য নিয়ে এসেছে ব্যাংকটি। পণ্যগুলোর মধ্যে উদ্যম, কিষানী, প্রসার, নন্দিনী উল্লেখযোগ্য।

 

অন্যান্যদের চেয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের কিছু বিশেষত্ব রয়েছে বলে জানান সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. তারিন হাবিব।

 

তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সেবা দিচ্ছেন। ফলে গ্রাহকরা এ ব্যাংকের সেবা নিতে স্বাচ্ছন্দ বোধ করবেন। এ কারণেই গ্রাহকরা আমাদের ব্যাংকে আসবেন।


 

রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৫/মামুন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়