ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহকর্মীরা খাবার চুরি করে খেয়ে ফেলে, এরপর যা করলেন ব্যক্তি

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৩৬, ৯ জুলাই ২০২৫
সহকর্মীরা খাবার চুরি করে খেয়ে ফেলে, এরপর যা করলেন ব্যক্তি

ছবি: প্রতীকী

অফিসে খাবার নিয়ে গেলেন, ভাবলেন দুপুরে পেট পুরে খাবেন। কিন্তু খেতে দিয়ে দেখলেন বক্স আছে কিন্তু ভেতরে খাবার নেই। তখন কেমন লাগবে আপনার? কাকে সন্দেহ করবেন? যখন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না, তখন রাগ গিয়ে পড়বে সবার ওপর। ওই পরিস্থিতিতে এমন কিছু করে বসতে পারেন, যা অন্যদের জন্য বিপদের কারণ হতে পারে।–মূল ঘটনায় আসি। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি অফিসে আসার সময় বাড়ি থেকে টিফিন বক্স ভর্তি করে দুপুরের খাবার সঙ্গে আনেন। কিন্তু খেতে গিয়ে দেখেন সেই খাবার উধাও! ঘটনা যে এক বা দুইদিন ঘটেছে তা নয়, প্রায়ই ঘটে। 

বারবার একই কাণ্ডে রীতিমতো হতাশ ও ক্ষুব্ধ হন ওই ব্যক্তি। এরপর প্রথমে সহকর্মীদের তার খাবার চুরি না করতে অনুরোধ করেন। কিন্তু তার অনুরোধ কেউ আমলে নেয় নি। শেষে খাবার চুরি ঠেকাতে অভিনব এক কাণ্ড করে বসেন তিনি।

আরো পড়ুন:

ওই ব্যক্তি ছোট্ট আকারের একটি ফ্রিজ নিয়ে অফিসে হাজির হন। সেটি রাখেন নিজের ডেস্কের তলায়, তাতেও খাবার চুরি ঠেকানো যাবে কিনা-সন্দেহ ছিল তার। এরপর ফ্রিজটি তালাবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট–এ সম্প্রতি এমন একটি ঘটনার ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া পোস্টে ওই কর্মী লেখেন, ‘‘গত এক মাসে আমার লাঞ্চ (দুপুরের খাবার) পাঁচবার চুরি হয়েছে। কেবল সাধারণ নাশতা নয়, বাড়ি থেকে আমি যে খাবার বানিয়ে আনতাম, তার সবটুকু চুরি হয়ে যাচিছলো। এটা শুধু চরম হতাশারই নয়, এটা ব্যয়বহুলও বটে। এ জন্য আমার পুরো দিন খারাপ যেত।’’

ওই ব্যক্তি তার পোস্টে আরও লেখেন, ‘‘এরপর আর কিছু চুরি হয়নি।’’

তবে ওই ব্যক্তির সহকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়