মেটার রোবট দেখতে হবে মানুষের মতো
অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার জন্য রোবট তৈরির করবে মেটা। রোবটটি দেখতে মানবাকৃতি বা হিউম্যানয়েড হবে বলে জানা গেছে। এরই মধ্যে রোবটের যন্ত্রাংশ ও সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সফটওয়্যার উন্নয়নের জন্য একটি দলও গঠন করেছে প্রতিষ্ঠানটি।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘মেটা নিজস্ব প্রয়োজনে রোবট তৈরির উদ্যোগ নিচ্ছে না, তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও সফটওয়্যার তৈরি করবে। তবে মেটা ব্র্যান্ডের কোনো রোবট বাজারে আসবে না।’’
মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বোসওয়ার্থ এক অভ্যন্তরীণ নথিতে জানিয়েছেন, ‘‘রিয়েলিটি ল্যাবস ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতগুলোতে প্রযুক্তিগত যে অগ্রগতি হয়েছে, তা রোবোটিকস উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই খাতে বিনিয়োগ তাদের এআই, মিক্সড রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করবে।
মেটার নতুন রোবোটিকস দলের নেতৃত্ব দেবেন মার্ক হুইটেন। হুইটেন এর আগে জেনারেল মোটরসের স্বয়ংক্রিয় ট্যাক্সি প্রকল্প ক্রুজ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। এ ছাড়া তিনি মাইক্রোসফট, সোনোস, ইউনিটি ও অ্যামাজনের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সূত্র: দা ভার্জ
ঢাকা/লিপি