ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্বাসমূল আর্টস’র ‘প্রকৃতি-পাঠ ও নির্মিতি’ শীর্ষক শিল্পানুশীলন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৪ মে ২০২২   আপডেট: ২০:২২, ২৪ মে ২০২২
শ্বাসমূল আর্টস’র ‘প্রকৃতি-পাঠ ও নির্মিতি’ শীর্ষক শিল্পানুশীলন

ছবি: রাইজিংবিডি

শ্বাসমূল আর্টস’র আয়োজনে সাত দিনব্যাপী ‘প্রকৃতি-পাঠ ও নির্মিতি’ শিরোনামে লোক জীবন ভিত্তিক সমকালীন শিল্পানুশীলন শুরু হয়েছে ২১ মে। এই শিল্পানুশীলন অনুষ্ঠিত হচ্ছে খুলনার দাকোপ চান্নির চক গ্রামে। এটি শ্বাসমূল আর্টস’র তৃতীয় অধ্যায়।

বাংলা শিল্পের মৌলিকত্ব অনুসন্ধানের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সমন্বয়ে সাত শিল্পী একত্রিত হয়ে, প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শিল্প নির্মাণ করেন। তার পাশাপাশি রাজনগর চান্নির চক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক দিনের শিল্প কর্মশালারও আয়োজন করেন।

তৃতীয় অধ্যায়ের কিউরেটিং করছেন শিল্পী খন্দকার নাসির আহম্মদ। অংশ নেওয়া অন্য শিল্পীরা হচ্ছেন- মুহাইমিনা, সানজিদা ইসলাম, মাহিম মুঞ্জুর বর্ণ, তিথি মনি হালদার, বিশ্বজিত রায়, তারেকুল ইসলাম ও মণি মাঝি। 

এই অধ্যায়ের শিল্পানুশীলন প্রদর্শনী উপভোগের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, শিল্পী খন্দকার নাসির আহম্মদ।

প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে আগামী ২৭ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়