ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবি সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৪, ২০ নভেম্বর ২০২৪
কবি সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

সুফিয়া কামাল, কবি

কবি, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুফিয়া কামালের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ২০ নভেম্বর। ১৯৯৯ সালের এই দিনে তিনি মারা যান। ১৯১১ সালে বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল।

সুফিয়া কামাল আজীবন নারীমুক্তির জন্য কাজ করেছেন। তিনি কাজ করেছেন ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সুফিয়া কামাল।

নারী শিক্ষা সম্প্রসারণে কাজ করেছেন সুফিয়া কামাল। একই সঙ্গে নারীর অধিকার রক্ষার জন্য গড়ে তুলেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। সুফিয়া কামাল ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীহলের নাম ‘রোকেয়া হল’ করার দাবি জানিয়েছিলেন সুফিয়া কামাল। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে তার বিরোধিতা করেন তিনি। সুফিয়া কামাল শিশু সংগঠন ‘কচি-কাঁচার মেলা’ প্রতিষ্ঠাতাদের একজন।

কবি সুফিয়া কামাল মানবতার চর্চা একটি সমাজকে মানবিক করে গড়ে তুলতে সহায়ক। এই কবি মানবিক মুক্তির জন্য পুরুষ সমাজের পাশাপাশি তরুণসমাজকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়