ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানি সুফি দার্শনিক শামস তাবরিজির ১০টি উক্তি

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:২৫, ১৩ নভেম্বর ২০২৫
ইরানি সুফি দার্শনিক শামস তাবরিজির ১০টি উক্তি

ছবি: সংগৃহীত

ইরানি সুফি দার্শনিক শামস তাবরিজি বিশ্বের মানুষের কাছে জালাল উদ্দিন রুমির আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে সর্বাধিক পরিচিত। তার গভীর জ্ঞান এবং দর্শন রুমির জীবন ও কবিতাকে আমূল বদলে দিয়েছিল। শামস তাবরিজির বিখ্যাত ১০টি উক্তি নিচে দেওয়া হলো—

এক. আল্লাহ ভালোবেসেই আমা‌দেরকে সৃ‌ষ্টি ক‌রে‌ছেন, তাই আমা‌দের উ‌চিত আল্লাহকে ভা‌লোবাসা।

আরো পড়ুন:

দুই. ভবিষ্যতে স্বর্গ এবং নরক খুঁজো না। দুটোই এখন বর্তমান। যখনই আমরা প্রত্যাশা, হিসাব-নিকাশ, আলোচনা ছাড়াই ভালোবাসতে পারি, তখনই আমরা প্রকৃতপক্ষে স্বর্গে থাকি।

তিন. যে রাস্তা খোদার কাছে গেছে তা বুদ্ধির নয়; তা হৃদয়ের মেহনতের রাস্তা। মন নয়, হৃদয়কেই তুমি সারথি বানাও।

চার. কৃতজ্ঞ হও! তুমি যা চাও তা পাওয়ার পর শুকরিয়া করা তো সহজ, বরং যা চাইছ তা পাওয়ার আগেই শুকরিয়া করো।

পাঁচ.  ভালোবাসা হলো জীবনের জল। আর একজন প্রেমিক হলো আগুনের আত্মা! আগুন যখন পানিকে ভালোবাসে তখন মহাবিশ্ব ভিন্নভাবে পরিবর্তিত হয়।

ছয়. একাকীত্ব এবং একাকী থাকা দুটি ভিন্ন জিনিস। যখন আপনি একাকী থাকেন, তখন নিজেকে ভুলিয়ে বিশ্বাস করা সহজ যে আপনি সঠিক পথে আছেন। 

সাত. অধিকাংশ দ্বন্দ্ব এবং উত্তেজনা ভাষার কারণে ঘটে। তাই শব্দগুলোর প্রতি খুব বেশি মনোযোগ দিও না। ভালোবাসার দেশে ভাষার কোনো স্থান নেই। ভালোবাসা মূক।

আট. বেদনা হলো এমন এক ঘোড়ার মতো, যা তোমাকে তোমার রবের আরও কাছে নিয়ে যায়।

নয়. চিন্তা করবেন না, আপনার জীবন ওলটপালট হয়ে যাচ্ছে ভেবে। আপনি কীভাবে জানলেন যে নতুন পরিস্থিতি পুরনোর চেয়ে ভালো হবে না?

দশ. ভালোবাসার জন্য নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই। হয় তুমি ভালোবাসার মাঝেই আছ, একদম কেন্দ্রে। নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছ, এই দুরত্বের হাহাকার বুকে নিয়ে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়