ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হংকংয়ে পুলিশকে তীর ছুঁড়ছে বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হংকংয়ে পুলিশকে তীর ছুঁড়ছে বিক্ষোভকারীরা

হংকংয়ের বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে তীর ও পেট্রোল বোমা ছুঁড়েছে। রোববার হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে তীর ছোঁড়ার এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, তাদের এক গণমাধ্যম সংযোগ কর্মকর্তার পায়ে তীর বিদ্ধ হয়েছে। আরেক অফিসারের মাথায় থাকা হেলমেটে ধাতব বল আঘাত হেনেছে। তবে তিনি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হননি। বিক্ষোভকারীদের বহুল  ব্যবহৃত এলাকা কৌলুন জেলার নাথান রোডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কৌলুন জেলার মধ্যাঞ্চলে অবস্থিত হংকং পলিটেকনিকে শনিবার রাতভর পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ায় আগুন জ্বলতে দেখা গেছে। বিক্ষোভকারীদেরকে তাদের অবস্থানস্থল থেকে বের করে খোলা স্থানে নিয়ে আসার জন্য পুলিশ বিপুল পরিমাণ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

রোববার বিকেলে সংঘাত আরো  ছড়িয়ে পড়ে। পুলিশের জলকামান ব্যবহারের জবাবে তারা পেট্রোল বোমা ছোঁড়ে। ছাতার আড়াল নিয়ে ক্রস হার্বার টানেলে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ বলেছে,‘দাঙ্গাকারীরা বড় গুলতি দিয়ে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে কঠিন বস্তু ও পেট্রোল বোমা ছুঁড়ছে। এ ধরনের গুলতি দিয়ে ৪০ মিটার দূরত্বে আঘাত হানা যায়। পুলিশ হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির সহিংস কর্মীদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, তারা দাঙ্গার সূচনা করছে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ