ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইরানে করোনাভাইরাস আক্রান্তে আরো দুজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে করোনাভাইরাস আক্রান্তে আরো দুজনের মৃত্যু

ইরানে করোনাভাইরাসে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত আট জনের মৃত্যু হলো। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি এ তথ্য জানিয়েছেন।

এদিকে, দেশটিতে নতুন করে আরো ১৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ এ দাঁড়ালো। আক্রান্তদের অধিকাংশ শিয়াদের পবিত্র শহর কুমের বাসিন্দা।

স্বাস্থ্যমন্ত্রী সাইদ বলেন, ‘চীন থেকে কুম শহরে ভাইরাসটি এসেছে। ভাইরাস আক্রান্তে মারা যাওয়া কুমের এক ব্যবসায়ী নিয়মিত চীনে যাতায়াত করতেন। দুই দেশের মধ্যে বিমান চলাচল বাতিল করা হলেও ওই ব্যক্তি পরোক্ষ ফ্লাইটে চীন যেতেন।’

মন্ত্রী রাজধানী তেহরান থেকে ১২০ কিলোমিটার দক্ষিণের শহর কুমে না যাওয়ার জন্য দেশটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ