ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিল্লিতে তাবলিগের ইজতেমায় যাওয়া ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিল্লিতে তাবলিগের ইজতেমায় যাওয়া ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

ভারতের দিল্লির নিজামউদ্দিনে তাবলিগ জামাতের মারকাজ মসজিদে যাওয়া তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছেন। বৃহস্পতিবার হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার পালওয়াল শহরের প্রধান মেডিকেল কর্মকর্তা ব্রাহাম দিপ সিন্ধুর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

১৫ মার্চ ইজতেমা শেষে ১০ বাংলাদেশিসহ ১২ জন পালওয়ালে যান। সেখানে তারা বিভিন্ন মসজিদে অবস্থান করেন।

দিপ সিন্ধু বলেন, ‘রোহাতকের পোস্ট গ্রাজুয়েট অব মেডিকেলে সায়েন্সে তিন বাংলাদেশির করোনা পরীক্ষার প্যাথলজি রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি সাত জন করোনায় আক্রান্ত হন নি। আজ আমরা অপর দুজনের নমুনা গুরুগ্রামের একটি বেসরকারি পরীক্ষাগারে পাঠিয়েছি। প্রতিবেদন এখনও হাতে আসেনি। পজিটিভ আসা তিন জনের বয়স ৩০ এর কম। তাদের সবাইকে সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।’

তিনি জানান, বাংলাদেশিসহ ওই ১২ জন পালওয়ালের হাথিন এলাকার ছেইনসা, মাথেরপুর, দুরেঞ্চি, মেহলকা ও হুচপুরি গ্রামের বিভিন্ন মসজিদে গিয়েছিলেন। ওই গ্রামগুলোর সব সদস্যকে পরীক্ষার জন্য স্বাস্থ্য কর্মকর্তা ও নার্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব গ্রামের ৫৬ জনকে সরকারি হাসপাতালে, ৯০ জনকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং ৩০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ