ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরিস জনসনের অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিস জনসনের অবস্থা আশঙ্কাজনক

দুদিন ধরে হাসপাতালে ভর্তি আছেন করোনায় আক্রান্ত বরিস জনসন। সোমবার সারা রাত ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। এখনো তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তাকে। অবশ্য ভেন্টিলেটরের প্রয়োজন পড়েনি জানিয়েছেন কেবিনেট মন্ত্রী মাইকেল গোভ।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গোভ জানান, সেন্ট থমাস হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে জনসনকে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, ‘ইনটেনসিভ কেয়ারে তাকে রাখার অন্যতম কারণ হলো মেডিক্যাল টিম যেন তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে পারে।’

জনসন হাসপাতালে থাকায় পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র‌্যাব প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে কাজ করছেন, ‘যখন যেখানে প্রয়োজন, সেখানেই সরকারি কার্যক্রম নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর একটি দল আছে। প্রধানমন্ত্রীর সভাগুলোয় সভাপতিত্বের দায়িত্ব নিয়েছেন ডোমিনিক (র‌্যাব)। কিন্তু প্রধানমন্ত্রীর নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করছি।’

গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন জনসন। এক সপ্তাহ সেল্ফ আইসোলেশনে ছিলেন। কিন্তু গত রবিবার করোনার উপসর্গ গুরুতর হয়ে উঠলে হাসপাতালে ভর্তি হন ব্রিটেনের সরকার প্রধান।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়