ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা

মৃতদেহ সৎকারের লোকের সংকটে নিউইয়র্ক 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৃতদেহ সৎকারের লোকের সংকটে নিউইয়র্ক 

মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। নিউইয়র্কেই এ পর্যন্ত মারা গেছে ৭ হাজার ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৯৯ জন প্রাণ হারিয়েছে। 

একসাথে এতো মানুষের মৃত্যু চাপ তৈরি করেছে অন্ত্যেষ্টিক্রিয়ায় যারা নিয়োজিত তাদের ওপর এবং তৈরি হয়েছে জনবল সংকট। খবর ওয়াসিংটন পোস্টের। 

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, করোনা রোগীদের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত রোগীদের ফোনকলের হার বেড়ে গেছে সেখানে।

দেশটিতে হুহু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ৪ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখের ওপর, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯৪ হাজার।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়